জন্মভূমির অহঙ্কার
এ,জি হাওলাদার
ঘৃণ্য কর্ম করবনা কভু,
হীন্ন যাতন সইবনা তবু।
জানতে চাইলে নাওনা শুনে,
লিখব তোমায় কি কারণে।
ভাবছ তবু থামছ না,
বকছি তবু মানছ না।
নাড়ি ছেড়ে যাচ্ছ কোথায়,
কি সুখ পাইতে যাচ্ছ তথায়।
দাদার গাঁয়ে পাড়া ভরে,
রক্তের বাঁধন ঘরে ঘরে।
তাদের ছেড়ে যেথায় রবে,
সেথায় কিন্তু একা হবে।
ফিরতে চাইলে না পারিবে,
শত প্যাঁ-চে আটকে যাবে।
একলা তখন কাঁধতে হবে,
ভেবে দেখ কি করিবে।
সবাই মিলে ঐক্য করো,
স্বনির্ভরতার দেশ গড়ো।
বৃথা ডর করো চুড়,
ডর যে শুধুই শুরাশুর।
No comments