Grow your own TRAFFIC HERO with Adfeedz!

Rhyme

শান্ত মস্তিষ্কে থাকিয়া স্থির সমাজে এক মিনিটকাল পার যদি শ্রোষ্টাকে ডাকিতে বা এতটুকুন পারো যদি পানা চাইতে। তাতে শুধু তুমিইনা হয়তোবা পারিবে গোটা সমাজকেই সাফ মুক্ত করিতে। 
তাই আপনার হৃদয় জাগিয়া দেখনা বুঝিয়া,
কোনটা ভালো, শান্ত নাকি অসান্ত দুনিয়া।
===================================

ধরায় করুনা তোমার রহে কখনও যদি কারোর তরে,
জানিবে তা  ফিরিয়া আসিবেই আসিবে তোমারই ঘরে।
কখনও কারোর তরে অযথা কোন রকম কর অবহেলা,
বুঝিবে তখন চলিবে যখন তোমার তরে তেমন‌‌ খেলা।
পৃথিবী কল্যাণে সর্বদা রহ মহিয়ান,
অকল্যাণ সাধিলে ধরা হইবে ম্লান ।
===================================

মারতে আর মরতে অকারণে কেনইবা এত ক্রুদ্ধ
জন্মভূমি রক্ষারতরে আর নয় রক্তক্ষয়ী যুদ্ধ।
মারিয়া অন্যকে নিজেইবা কতদিন পারিব থাকিতে,
চাইলে স্বর্গসুখ এথাতেই পারি যে গড়িয়া নিতে।

শ্রোষ্টার নিয়ামতে আমাদের রহমতে এথা সর্বপ্রাণ,

বৃথা গর্বে কেনতা কখনও একবারও হয়না স্বরণ।

যে ভূমি সৃজিয়েছে দয়াময় আমাদেরই তরে,

হানাহানি অযথা কেন কোন ক্ষমতার জোরে।
===================================

হতাস নহে আমি নহে কিছুতে রুষ্ট,
যখন যা দেয় বিধাতা তাতেই রই তুষ্ট ।
কে তুমি হে বন্ধু করিতে চাহ কেন ভ্রষ্ট,
জানকি তা পেয়েছি যা আমার জন্য শ্রেষ্ট ।
====================================

ভাব যখন আসবে মনে,
ভয় রবেনা দেহের কোনে।
====================================

মনের ঘরে চাইবে যারে,
ভক্তি ভরে ধরো তারে।
====================================

ভাব থাকলেই লাভ হয় না,
ইচ্ছা থাকলে বাকি রয় না।
====================================

সাহসে যদি কর ভর,
রইবেনা তবে কোন ডর।
====================================


Thank for reading this post. Do not forget to like, share and comment. Your comment can be so helpful for me.
Thanks for supporting me in my work.
:)

No comments

Copyright © 2015 Abdul Gaffar Howlader. Powered by Blogger.