Grow your own TRAFFIC HERO with Adfeedz!

Poem: Dhorme manus morm


ধর্মে মানুষ মর্ম
           এ,জি হাওলাদার

ধর্ম নিয়ে ক্রন্দল করিওনা কখনও,
ধর্মের মর্ম কভু বাতুল্য নয় জানিও।
বিধাতায় দিয়াছে ধর্ম দুনিয়াতে,
মানুষ হয়ে ভালোবাসা শিখাতে।
প্রথমে আস যদি সেই কথাতে,
তবে জানতে হবে মানুষ কোনটাতে।
ম+আ তে হয় মা
ন+উ তে হয় নু
ষ-তে দন্তমূলীয় ধ্বনি মিলে যেই মানুষ,
তার বন্ধন না রহিলে থাকিবেনা হুশ।
তাইতো বলি ভ্রম নাসিতে,
মিলিয়ে দেখনা মানুষ-টা-কে।

''-এর মমতায় লও মহব্বত মহান
মর্যাদায় মহৎ মনুসত্ব দেখাতে মহামতি
মহত্তত্ত্ব তত্ত্বেও মহত্তম মহত্ত্বে রহিয়াছে
ধরার শ্রেষ্ঠ মানুষের ক্ষমতার স্থান।

''-এর বন্ধনে আ আশরাফুল মখলুকাত।
আশরাফ মক্তব বানিয়ে আম্বিয়া তাবত,
মোহাম্মদ (সঃ) পেয়েছেন শ্রেষ্ঠ নবুয়ত।
তার বিধানের কোথায় লেখা কোনটাতে,
মানুষ হয়ে পারিবে মানুষকে বধিতে।
মসজিদে বোমা হামলা কার ইশারাতে,
 জেনেছকি তা সেইবা চায় কাকে মারিতে।

''-তে নয়ন ভরে দেখ, রাখ মনেতে,
দুনিয়াতে অনন্ত নহে কেহ কোনটাতে।
নশ্বর সবে ফেরাতে পারিবেনা কিছুতে,
নরোত্তম নর্দমায় নয় নরপতি ধরাতে,
মরণ পর নাম যার রহিবে সবটাতে।
চাহতো হইতে তেমনটাই সাজিতে,
মহব্বত ধারণ কর নিজ দিলেতে।
'' - যার রূপকার '' এর বাহুতে,
উরোজ ধরাতে উল্লাল উল্লাসিতে
উপাশ্রয় উদান উছোই উদ্ধরণেতে
উদ্দীপ্ত মানব চাহ ভাবের আবর্তে।

''-ষড়ঙ্গ যার বন্ধনে মানব দেহতে,
অথর্ব শব্দ নাহি কভু কোন কথাতে।
হাজারো অর্থ রহে সর্ব শব্দ সন্ধিতে,
তেমনি সার্থ জানো মানব রক্ষার্থে।
রহিতে হবে সদা মানুষ ভক্তিতে,
মানুষ বধীতে চাহ কোন শক্তিতে।

যে রব করিয়াছে সব বান্দা সৃষ্টিতে,
তাকে রুখিবে হেন সাধ্য কার দেহতে।
ধ্বংসিবে যে সেও পারিবে না থাকিতে,
তাইতো এসো, এসো সবে এক সাথে।
তুমি তোমার করে গড়িবে যা ধরাতে,
অমন করেই লেখা রবে সব নসিবেতে।
প্রজন্মের মাঝে নিজেকে সতেজ রাখিতে,
সুস্থ্য মানবপুরীটা হবেই যে সাজাইতে।

জিহাদ জীবনে তয় শুধুই বাচাতে,
কেন কি কারণে চাহ অন্যকে মারতে।

Thank for reading this post. Do not forget to like, share and comment. Your comment can be so helpful for me.


For more Poem click here.

Don't stop to like, share and my works and help the helpless

No comments

Copyright © 2015 Abdul Gaffar Howlader. Powered by Blogger.