ক্ষমতার দর্প
বাঁচবো বলেইতো এসেছি
সবে সুন্দর ধরাতে,
কে তুমি হে
নির্বোধ অযথা কেনো
চাহো সরাতে।
চাইবে যা করিবে
তা, পারিবে কি
তা সবটাতে,
তোমার যা আছে,
বলো কম কি
কার কোনটাতে।
কোন ক্ষমতায় গর্জ
তুমি, কিবা শক্তি
দেহোটাতে,
কোথায় রবে কেমন
হবে চড়বে যবে
মৃত্যুরথে।
হেন চেতনা কেনো
হয়না, ভাবনার এই মনটাতে,
অসার হয়ে রইবে
যবে চলবে তখন
কেমনটাতে।
একবারও কি ভাবছ নাকি
কত শক্তি কলমটাতে,
প্রমান যার লক্ষ্য
হাজার ইতিহাসের পাতাতে।
ধ্বংস লিলায় মাতো
যদি কংস রূপে
অসুর খেলায়,
কৃষ্ণ সেজে আসব
ভবে লুটাবো দেহ
চরণ ধুলায়।
রাবণ দর্পে দেখাও
যদি মন্ত্রের শত
কারিগরি,
ভজরঙ্গিতে ধ্বংসিব তবে
তোমার ঐ পাপের
পুরি।
ফেরাউন সেজে দুনিয়াতে
জুলুমে চাহো খোদা
হতে,
মুছা হাতে আশাঘাতে
ডুবে মরবে ঘৃ্যে নরদমাতে।
আপনদর্পে বেহেস্ত বানিয়ে
অর্থ ক্ষমতার দম্ভতে,
সাদ্দাতও ছেড়ে গেছে পারেনি
তা ভোগ করিতে।
মীর্জাফরের বংশধর এখনও চাইতেছে পালাইতে,
শত বছর পরেও তাদের গোপনে হইতেছে থাকতে।
অনাচারীর বংশ হইবে ধ্বংস বোনাস ঘৃণা বরাতে,
তবুও কেন ব্যাবচারী মনটাকে পারোনা সামলাতে ?
ক্ষনিকের দুনিয়াতে জুলুম
করে পারবে কি রইতে,
হিন কর্মের ক্ষীণ
ভার প্রজন্ম কি
পারবে সইতে ?
No comments