Advertisement

জন্মভূমির দায়, এ,জি হাওলাদার।

 

যেই ভূমিটা ভরিয়ে রেখেছে সদা তোমারই অন্তর,

আতুর ঘর ছেড়ে, বেড়িয়েছ মাঠ ঘাট তেপান্তর।

যেই ভূমিতে খেলছ তুমি ধূলা দুর্বা মারিয়ে,

কঠিন সময় করছ পাড়, যেই ভূমিকে পাড়িয়ে।

খেলার ছলে, অকারণে যেই ভূমিতে করছ আঘাত বারবার,

ক্ষতে দেহ ভরে গেলেও, রাগ হয়নিকো কভু তার।

আরো কত করছো শত নানান তরের অনাচার,

একবারও সে তোমার সাথে করেনিকো ব্যবিচার।

চলতে পথে হোচট খেয়ে পরছ তুমি যতবার,

নিজ মমতায় রক্ষা করে চলতে শিখিয়েছে ততবার।

এখন তুমি বড় হয়েছ ধনের ধনী টাকাতে,

জন্মভূমির দায় ছেড়ে তাই শহরে চাও কাটাতে।

যেই ভূমিতে জন্মনিয়ে হয়েছ আজ অনন্য,

সেই ভমিটাই তোমার কাছে হইল কেন নগন্য।

এখন তুমি মানের মানী, হওনা যত ধনবাণ,

তেমন কিবা আছে বলো,

 তখনকার সেই জন্মস্থানের মাটির সমান।

- -

No comments

Copyright © 2015 Abdul Gaffar Howlader. Powered by Blogger.