Poem: Kno Amon Hoy
এ,জি হাওলাদার,
কেন এমন হয় জানিনা,
তবুও তা কেনইবা মানিনা।
জানি হয়তোবা হবেইতো কিছু,
তবুও অস্থির ভাবনা ছাড়ছেনা পিছু।
কেন এমন হয় কোন ভাবেরতনে,
অধির জাতনার চাপন দেহ মনে।
কেপে ওঠা শরীর করে শির শির,
নিজ জল্পনাতেই করি বির বির।
জানি সবটাই পাব,
ভয় হয় "নাকি হারাবো"।
কেন এমন জাতনা।
অস্থির কোন আবরনে,
কেন এমন শীহরণ কোন কারণে।
জানি, তবু মানিনা,
বুঝি, তবু শুনিনা।
এ কোন বিরম্ভনা,
যার কোনটাই 'নয়তো' অজানা।
জানি' জিতবো,
তবুও শতভাগ কেমনে মানবো,
ভয় হয় তয় নাকি হারবো।
বিধানের মেলায় সাজানো খেলা,
কিছুটাতে এতটুকুন হেলা,
ভুল চেতনায় ভুলের ছলা,
ভুল ভাবনাতেই যায় বেলা।
তবে কি সেই তাড়নার ভুলের তনে,
জাতনার এমন প্রভাব মনের কোণে।
Thank for reading this post. Do not forget to like, share and comment. Your comment can be so helpful for me.
For more Poem click here.
Don't stop to like, share and my works and help the helpless.

No comments