Poem: Khmotar Dorpo
ক্ষমতার দর্প
এ,জি হাওলাদার
বাঁচবো বলেইতো এসেছি সবে সুন্দর ধরাতে,
কে তুমি হে নির্বোধ অযথা কেন চাহ সরাতে।
চাইবে যা করিবে তা, পারিবে কি তা সবটাতে,
তোমার যা কম কি আছে বলো কার কোনটাতে।
কোন ক্ষমতায় গর্জ তুমি কিবা শক্তি দেহটাতে,
কোথায় রবে কেমন হবে চড়বে যবে মৃত্যুরথে।
হেন ভাবনা কেন হয়না এই ভাবনারই প্রানটাতে,
অসার হয়ে রইবে যবে চলবে তবে কেমনটাতে।
একবারও কি ভাবছনাকি কত শক্তি কলমটাতে,
প্রমান যার লক্ষ্য হাজার ইতিহাসের কালিমাতে।
ধ্বংস লিলায় মাতো যদি কংস রূপে অসুর খেলায়,
কৃষ্ণ সেজে আসব ভবে লুটাব দেহ চরণ ধুলায়।
রাবণ দর্পে দেখাও যদি মন্ত্রের শত কারিগরি,
ভজরঙ্গিতে ধ্বংসিব তবে তোমার ঐ পাপেরপুরি।
ফেরাউন সেজে দুনিয়াতে জুলুমে চাহ খোদা হতে,
মুছা হাতে আশা হয়ে ডুবিয়ে দিব নিল দরিয়াতে।
আপনদর্পে বেহেস্ত বানিয়ে অর্থ ক্ষমতার দম্ভতে,
সাদ্দাতও ছেড়েগেছে পারেনি তা ভোগ করিতে।
ক্ষনিকের দুনিয়াতে যাহাই কর তুমি আপন কর্মতে,
হিন কর্মের ক্ষীণ ভার প্রজন্ম কি তা পারিবে সহিতে ?
এ,জি হাওলাদার
বাঁচবো বলেইতো এসেছি সবে সুন্দর ধরাতে,
কে তুমি হে নির্বোধ অযথা কেন চাহ সরাতে।
চাইবে যা করিবে তা, পারিবে কি তা সবটাতে,
তোমার যা কম কি আছে বলো কার কোনটাতে।
কোন ক্ষমতায় গর্জ তুমি কিবা শক্তি দেহটাতে,
কোথায় রবে কেমন হবে চড়বে যবে মৃত্যুরথে।
হেন ভাবনা কেন হয়না এই ভাবনারই প্রানটাতে,
অসার হয়ে রইবে যবে চলবে তবে কেমনটাতে।
একবারও কি ভাবছনাকি কত শক্তি কলমটাতে,
প্রমান যার লক্ষ্য হাজার ইতিহাসের কালিমাতে।
ধ্বংস লিলায় মাতো যদি কংস রূপে অসুর খেলায়,
কৃষ্ণ সেজে আসব ভবে লুটাব দেহ চরণ ধুলায়।
রাবণ দর্পে দেখাও যদি মন্ত্রের শত কারিগরি,
ভজরঙ্গিতে ধ্বংসিব তবে তোমার ঐ পাপেরপুরি।
ফেরাউন সেজে দুনিয়াতে জুলুমে চাহ খোদা হতে,
মুছা হাতে আশা হয়ে ডুবিয়ে দিব নিল দরিয়াতে।
আপনদর্পে বেহেস্ত বানিয়ে অর্থ ক্ষমতার দম্ভতে,
সাদ্দাতও ছেড়েগেছে পারেনি তা ভোগ করিতে।
ক্ষনিকের দুনিয়াতে যাহাই কর তুমি আপন কর্মতে,
হিন কর্মের ক্ষীণ ভার প্রজন্ম কি তা পারিবে সহিতে ?
-0-
Thank for reading this post. Do not forget to like, share and comment. Your comment can be so helpful for me.
Don't stop to like, share and my works and help the helpless.
Thank for reading this post. Do not forget to like, share and comment. Your comment can be so helpful for me.
For more Poem click here.
Don't stop to like, share and my works and help the helpless.

No comments