খোদার বিধান
|
লেখক এ,জি হাওলাদার দমে দমে লইতে হবে মাবুদ আল্লার নাম, প্রতি পদে মানতে হবে তাহারই ফরমান । ফরমান মানতে হবে২ না মানিলে কুফর দিলে হইবেরে নাফরমান । নাফরমানের পথটি ছাড় আল্লার হুকুম পালন কর রহিয়াছে বিধান । বিধান রহিয়াছে ফরমাইয়াছে পাঠাইয়া পয়গাম্বর । পয়গাম্বরের জ্ঞান ভারী পাপ পূণ্যের বিচার করি জানাইয়াছেন খবর । মাওলা আমার কাদের গণি
রহমতে সোবাহান, সর্ব কর্মে গাইতে হবে রাখিতে প্রমান । তারই তরে চলিবারে আখেরাতে তরীবারে দেখাইয়াছেন নূরেরও নহর ।
সেই নহরের পথটি ধর সঠিক বেঠিক হিসাব কর, পাইবে তবে ঈমানি মোহর । যেই মোহরে পার করিবে আখেরে
হাসর । না মানিলে বিধান তার থাকবেনা ঈমান । কুফর দিলে প্রভুতরে হইবে যে বেঈমান । বেঈমানের আখড়া ধর, জারিজুরি যতই
কর পাইবানারে ত্রান । ত্রান পাইবানারে জারেজারে বলিয়াছেন হাজার । দিলে কহর পরবে, হৃদয়ে বেঈমানি মোহড়, পাপিষ্ট আবরণে চোখ হইবেরে বিভোর । পাপিষ্টের অতিষ্টতা করিতে উসুল, মাসুলে প্রায়চিত্ত
সহিবে বংশকুল । সন্তান পাপিষ্ট হবে২ অস্থির রবে অধির বধীর তাহারই প্রমান । আরো তরে ফরমান সুরা-বাকারাতে করিয়াছেন বয়ান । বয়ান করিয়াছে পাপাচারে
লিপ্ত রয় ঘৃণ্য ধোকাবাজ। শ্রেষ্ঠত্ব দাবী করে ঈমানে মহারাজ, ফেছাদে ইন্দন যোগায় দোষর শয়তানের । দন্ধের বিজ বুনে দেখায় ক্ষমতার বাহার। নিজ কাজের হীনতায় করে ঘৃন্য আচার। প্রতারনায় শান্তি হারায়, নষ্ট করে সমাজ থেকে সংসার। বিধিষ্টতায় অধিষ্ট হয়ে করে
নিক্রিষ্ট অনাচার, তারাই পাপের শ্রেষ্ঠ দাবীদার। আস্তিক হয়না নাস্তিক কখনও
কোন কালে। লেবাস ধরিয়া ঈমানের, করিবে কুফরী আদত, নাস্তিক নহে সে, সে যে কাফেরের খাছলত। শেষ হইবে না বিচার তার দুনিয়ার কালেতে, আখের রহিয়াছে তার হাসরে পুলছেড়াত। |
No comments