কেন এমন হয়।
এ,জি হাওলাদার,
কেন এমন হয়
জানিনা,
তবুও তা কেন কি কারনে মানিনা।
জানি হয়তোবা হবেইতো
কিছু,
তবুও অস্থির ভাবনা
ছাড়ছেনা পিছু।
কেন এমন
হয় কোন ভাবের
তনে,
অধির বাসনার চাপন
বহে দেহ দাপনে।
কেঁপে ওঠা শরীর
করে শির শির,
এলোমেলো জল্পনার বাহনে,
করি বির বির।
জানি সবটা না
হলে’ও
অনেকটাই পাব,
তবুও ভয় হয়
নাকি, না পেয়েই
হারাবো।
কেন এমন
জাতনার অস্থিরতা মনের কোনে,
অধীর শীহরণ জাগে
কোন কারণে।
জানি’ কবু মানিনা,
বুঝি’ তবু শুনিনা।
কেন এমন অবহেলিত চেতনা,
যদিও এর কোনটাই
নয় অজানা।
জানি’ জিতবো,
তবুও শতভাগ কেমনে
মানবো।
বিধান মেলার সাজানো
খেলা,
কিছুটাতে করিলে এতটুকুন
হেলা।
ভুল চেতনায় ভুলের
ছলা,
হেলা হারাইতে হয়
সঠিক কলা।
নয়তোবা ভুল ভাবনায়
ভুলের পালা,
ছাড়িয়া তড়িতে, পাড়িবে
না বেলা।
তাইতো সেই তাড়নার
ভাবের তনে,
জাতনার ক্ষিপ্ত প্রভাব মন
কি জানে ?
-০-
No comments