Grow your own TRAFFIC HERO with Adfeedz!

কে গড়বে দূর্নীতি মুক্ত দেশ

একটা মানুষকে সঠিক ভাবে বেঁচে থাকতে দরকার -পরিবেষ্ঠিত একটা পরিবার

একটা পরিবারকে সাচ্ছন্দময়ী রূপে টিকে থাকতে দরকার -পরিছন্ন একটা সমাজ

একটা সমাজ চলতে দরকার - 

একটা সমাজকে বলিষ্ট করে গড়ে তুলতে দরকার - পরিপক্ক কিছু নীতি। 

একটা নীতির প্রাতিষ্ঠানিকতা পাইতে দরকার - বলিষ্ঠ একটা নেতা

একটা নেতার পরিপূর্ণতা পাইতে দরকার - একটা পরিষদ

পরিষদকে কার্যকরী করতে দরকার - পারিষদ

আর এভাবেই পরিবার নিয়ন্ত্রকের সীমানায় অনেক বেষ্টনীর আড়ালে চলে যায়।

যেকরনে পরিবারের সমস্যার বিষয় পারিষদ পর্যন্ত পৌছানো এবং যাবতীয় কিছু রক্ষনা বেক্ষনে দরকার হয় বেশ কিছু কর্মচারী

এই কর্মচারীদের অনেকেই হয়ে থাকে দুর্নীতিগ্রস্থ পাপাচারী মনের ‍নিকৃষ্ট জন।

আর তার দুর্নীতিকে প্রশ্রয় দিতে সংঘঠিত হয় পাপের সম্রাজ্য।


বাংলাদেশের গঠনতন্ত্র ও তার ব্যতিক্রমটা নয়।


তবে বাংলাদেশের নেতা দুর্নীতি মুক্ত হইলেও পরিষদবর্গের  অনেকেই দুর্নীতিতে যুক্ত রয়,

যার ফলে দুর্নীতি মুক্ত দেশ গড়তে নেতা ব্যর্থ হয়,

 আর তার ফলেঃ-

জন স্বার্থে নেতা গণতন্ত্র আইন বানায়।


কিন্তু 

 

No comments

Copyright © 2015 Abdul Gaffar Howlader. Powered by Blogger.