Grow your own TRAFFIC HERO with Adfeedz!

দামনে লুন্ঠিত কমিনী।

 দামনে লুন্ঠিত কমিনী।

এ,জি হাওলাদার
দুরন্ত চতুর সীমার থেকেও নিষ্ঠুর,
নিজতরে সর্বদাই রহে সে বিভোর।
নারীকুলে জন্ম তার ভেজায় কুলাঙ্গার,
পরহিংসায় মর্মতার অতিব কাতর।
অশীধার বচন যার তিক্ষনতা হাসিতে,
ভীতীকর নোংড়া খেলে পক্ষ নাশিতে।
কুল্টিত রমনী ধমনে বিষধর নাগিনী,
আপন হাসিলে সর্বদাই বেবিচারীনী।
বিধুরীত সবাই তার সেই গোপন খেলাকে,
বুঝিয়াছে সে একবার ধরিয়াছে যাকে।
ময়মুনা কুটনীকি ছাড় নিপুন শৈলীতার,
চুড়মার করিয়াছে ঘসেটির অহংকার।
বয়সেরগাছপাথর নেই যৌবনের বাহার,
আপন ভাবে করে অলৌকিক কারবার।
যেমনে বন্দী করে বাড়ীর লজিং মাষ্টার,
তেমনেই সারিয়া নেয় আপনার বাসর।
নিরাশ নহে সে, নহে মোটেই হতাসায়,
বেরোজগার বলেইতো বর চলে ঈশারায়।
ভিটা বাটি শুন্য ছিন্ন নাই কিছু স্বামীর পোতায়,
পিঠা পাটি সবটাই মিটে তাই বধুয়ার মহিমায়।
ঘৃন্ন খেলায় মত্ত রয় ব্রতী পতির গতী ভাবনাতে,
হীন্নমনায় তীক্ষন খড়গ চালায় আপন জনাতে।
স্বজন ভাবিয়া যেজন তাকে টানিয়াছে কাছেতে,
ছিন্ন ভিন্ন হইয়াছে সেজন তার বিধির্ণ খেলাতে।
আখের গুছাতে হয়নি যেতে কোথাও কোন দূরেতে,
প্রথম শিকার ধরা দেয় নিজেরই বাবার ঘরেতে।
মায়ার বাঁধনে জড়ায় ডাক্তার বোনের খেলাতে,
বিশাল আয় রহিয়াছে যার ঔষধের ব্যবসাতে।
ভাই তার পক্ষ আর ভয়কি স্বভাব শেরনীতে,
দেমাগে দাহন চাতুরীত মন জ্বলে ভাবির সুখেতে।
আরোতরে বেশীকরে বিন্দু পরে সিন্ধু হরিতে,
কমি কিছুতে রাখেনা বাকী উঝার করে দিতে।
ছলনার নজর আঁচড় কাটে ভাইয়ের সংসারে,
বিভাজনের বিষবৃক্ষ রোপে তাহারই অন্তরে।
ভাবের আবোর্তে বিভোর করিতে আপনার তরে,
তরিতে প্রাণহরে বাঁচিতেনারে ভাইয়াকে ছেড়ে।
ভাইয়েরে না দেখিলে একবার যাইব মরিয়া,
পারিতো তারে রাখি হৃদয়ের কোঠরে ভরিয়া।
প্রাণখুলে মনের মাধুরীতে করেন ভাইয়ের যতন,
উজারী সবটা রহে সর্বদা ভাইয়ের প্রতি সচেতন।
হীন্ন মনের ঘিন্ন ভ্রষ্টায় আপনার নষ্টামী বাসনাকে,
চরিতার্থ আশে এটা ওটা নানানটায় ব্যস্ত রাখেন
ভাইয়ের বউকে।
কাজ শেষে ডাক্তার ফিরিয়া আসেন যবে বাড়ীতে,
ক্ষিপ্ততায় তিক্ত প্রকাশে বউকে না পেয়ে কাছেতে।
ভাবের তাড়ায় চোখ ঘুরায় কুটনির বাকী রয়না বুঝিতে,
খুশিতে মাতোয়ারা দামিনী বিভোর করিয়া হাসিতে।
কয় হায় ভাবনাকি তায় আমিতো রহিয়াছি পাশেতে,
অস্থির পরাণ জুড়াবো আমার অঞ্চলেরই বাতাসে।
রূপে রূপবতী মোহমীয় কামিনী ভাবেরই আদলে,
ঝড়ায় মমতা উথলিয়া মোহিনীর মনের বাদলে।

No comments

Copyright © 2015 Abdul Gaffar Howlader. Powered by Blogger.