Grow your own TRAFFIC HERO with Adfeedz!



ছোট্ট কথা, জীবন চলায় প্রয়োজনীয় বারতা ।


আপনতরে যাদের মাঝে থাকবেনা সম্প্রীতি,
তা হলে জানতে ও মানতে হবে থাকবেনা তবে সেই জাতী ।


অন্যায়ভাবে যদি কখনও বাড়ে কারোর কোন অতিব গর্জন,
জানি তেমনই নিষ্ঠুর ভাবেই তার হবে হবেই যে পতন ।
কেউ মানি আর নাই মানি এইটা যে বিধিরই বিধান ।


ভ্রস্টতায় গড়িতে যেওনা সমাজ নীতি, আপন কুষ্ঠীতে পড়িলে থাকবেনা গতী।


তোমার চিত্তে রহিয়াছে যেই মিত্রতা,
বানিওনা তাকে কখনও কভু হিংস্র শত্রুতা ।
তুমি যা পারো জানিবে আমিও তা পারি,
আজ তোমার হইলেও কাল হবে আমারী ।

প্রত্যেকটা মানব চিত্ত-ই সত্যিয়মান, প্রমানিত ক্ষনে তাইতো হয় প্রতিয়মান ।

অন্যায় যেই করুক,
যেই ভাবেই করুক আর হোকনা সে যতই বলিয়ান, মনে রেখ,
একদিন কারো না কারোকাছে কোন না কোনভাবে পাইবেই পাইবে তার প্রতিদান ।


আগামী কি হবে জানিনা !
আমার জন্য কি হবে তাও জানিনা !
তবুও অতিতের চাওয়ার পাওয়াটা আজ হইলেও জানি, এইটা আগামী ।
কেননা অতিত গত সবইতো স্মৃতি,
বর্তমান দেখিতে আর বলিতেই শেষ রহে শুধুই অনুভুতী,
রহিল যেইটা সেইটাই অনন্ত আগামী ।
তাইতো অতিত, বলিতে !
দেখিতে, বর্তমান !!
আগামী শুধুইযে অনুভুতী !!!
তেমনই আজকের পাওয়া যার সবটাই ছিল অতিতেরই চাওয়া, আজ পাইলেও কখনও তা ছিল স্বপ্নের আগামী ।
তেমনই একটা স্বপ্ন দিল আজি হাতছানী !



জীবন সংগ্রামে বিচলিত হইলেও কভু বিধ্বস্ত নই । অশুর খেলায় তটস্থ থাকিলেও সর্বদা আসস্ত রই ।
























No comments

Copyright © 2015 Abdul Gaffar Howlader. Powered by Blogger.