তিন চার দিন পর পর বিড়াল মাতা তার বচ্চদের থাকার জন্য এভাবেই জায়গা পরিবর্তন করতে থাকে।
বিড়ালটির বাচ্চা জন্মানোর পর আউজ স্থান পরিবর্তনে উপায় হিসাবে বাহিরে কোন জায়গার সন্ধান করতে না পেরে সে এভাবেই বাচ্চাদের মুখে তুলে কামড়ে নিরাপদ স্থান দেখে ঘরের মধ্যে এক রুম থেকে আরেক রুমে স্থানান্তর করে সেখানে কয়েক দিন থাকার পর আবার এভাবেই স্থান পরিবর্ত।ন করে থাকে। বাচ্চাগুলোর বয়স আজ ৯ দিন হইলেও এখন চোখ ফোটে নাই।
No comments