দুর্নীতি মুক্ত বাংলা।
দুর্নীতি মুক্ত বাংলা।
এ,জি হাওলাদার,
তুমি যা দিয়ে গেলে পারিবনা ভুলিতে,
এর থেকে বেজায় হতো যদি চরাতে শুলেতে।
অসান্ত ছিলাম ভালোই ছিলাম,
দূর্নীতি ছিল কাগজ কলমে।
বাস্তবতা ধরিয়ে দিলে তুমি নিপুন দক্ষতাতে,
ঢাক ঢোল পিটিয়ে প্রচারিলে বাস্তব দেখাতে।
কেন তায় আনিলে হায় সাধারণের আমলে,
যোচ্চর সাজিয়ে সবায় দেখালে কোন কৌশলে।
তব হুঙ্কারে তটস্থ সবে থরথরে লাগিল কাপিতে,
তরীতে মামলার বেরী, কারো গাড়ী পরে থাকে রাস্তাতে।
আগুনে পোড়ায় ফাইল, টাকার বস্তা ভাষায় জলেতে,
মাটিখুড়ে কতভাবে কেহ আবার লুকায় বালিশেতে।
করিতে বিচার সফিয়া আইনে ঢুকাইতে খাচাতে,
টনক নড়ে তাতে হুরহুরি করে লাগিল পালাতে।
চুণপুটি নয় লাইন দিয়ে রাঘবরা ধরা দেয় আদালতে,
বিজ্ঞ বিচারক তায় আইনের ধারায় পাঠায় জেলেতে।
নাজানি এবার কিনাজানি তার হবেযে বিচারে,
তাই ভেবে ছোট শেয়ালও তছবি নেয় হাতে।
শ্রেষ্ঠ দুর্নিনিতির খেতাব প্রাপ্ত বাংলায়,
সুনিতির বাতাস বইতে রয় তোমার কারিশ্মাতে।
তয় যেন তায় নিজের মহিমায় প্রকৃতি সাজায় আরশে,
স্বর্ণ জেন পরিশোধিতা পেয়েছে তেজাবের পরশে।
কি যাদু দেখালে তুমি এ খেলা শিখলে কোথায়,
জয় জয়কার পরেগেলে বিশ্বে, খুশী বাংলার জনতায়।
ধন্যবাদ তোমায় অনন্য তুমি তোমার ক্ষিপ্ততাতে,
দুর্নীতি মুক্ত বাংলাকে সম্মানিত করিলে নিজের মহিমাতে।
দিয়েছ তায় মেধার পরিচয় করেছ যা নিজের বুদ্ধীতে,
বিশ্ব কালিমাযুক্ত জন্মভুমি, মুক্ত করলে আপন সত্বাতে।
চাহিয়াছ যা পেয়েছকিতা করিতে আপন নীতিতে,
নাকি দুর্নীতির বৈধতা লেপে দিলে বাংলার ললাটে।
তবে তা বঙ্গ কন্যা করিছেন যা জনতার শান্তিতে,
মুজিব আদর্শে গড়িবে বাংলা হারবেনা ভ্রান্তিতে।
=সমাপ্ত=
No comments