Advertisement

একটা দুরাচরী নিজ ক্ষমতায়নের জন্য অনেক জনাকেই তার দলে সামিল করিয়া আপন অনুসারী বানাইতে পারে করেও বটে । কিন্তু তার ক্ষমতার দম্ভে সৃষ্ট অনাচার অত্যাচারে বহুজনাকেই আবার ক্রোধান্নীতও করেতোলে । যার প্রতিদানে জুলুমকারীর ভয়ানক পরিনতীও ঘটে । সেই পরিনতী থেকে আজতক কোন অপরাধীই নিস্তার পায়নি ।জুলুমকারী তাৎক্ষনিকভাবে রক্ষা পাইলেও যত দিন পর্যন্ত সঠিক প্রতিদান না পাইবে ততদিন, এমনকি জন্ম জন্মান্তর, গুণে গুনে প্রজন্ম থেকে প্রজন্মতক সেই হিসাবের সমযোতা করিতেই হবে । তথ্য সত্য ধর্মই মিত্র, অপরাধীর ক্ষমা নাই, করিবেওনা আল্লায়, যদি তায় তেড়িয়া ধায় ধরিত্রীতে সাজানো ঘিন্ন চরিত্র, যাহাতে ওয়াদা করিয়াছে বিধাতায় । 
তবে কেন কোন অহমিকায় কার জন্য হীন কর্মের হেন ঘিন্ন দম্ভ ?

No comments

Copyright © 2015 Abdul Gaffar Howlader. Powered by Blogger.