তিলোত্তমা মেহেন্দিগঞ্জ_4
৮) এখানে এই দ্বীপটিতে আরো এমন কিছু নিদর্শনা আছে যা বহু পুরানামলে। যা হাজার হাজার সাল পুরনো। হয়তোবা হবে মানব সভ্যতা প্রারম্ভভকালের অজানা কথার গোপন রহস্যে আবৃত রূপ কথার সুড়ঙ্গ বেষ্টিত প্রাচীন কালের অট্টালিকা। যার অবস্থান থাকিলেও স্থাপিত কাল বা প্রতিষ্ঠাতা ব্যক্তিবর্গের পিরচয় রূপকথার ন্যায় কল্পনায় ভিবিন্ন জন ভিবিন্ন মন্তব্য করে থাকেন।

কিন্তু কেন তবে এত সুকৌশল উপায়ে এমন সুড়ঙ্গ তৈরী করা হলো ?
কেনইবা এর নির্মান পদ্ধতি এমন রহস্যজনক ?
তবেকি আত্মগোপনের জন্য বিশেষভাবে এমন নিপুন পদ্ধতীতে এই সুড়ঙ্গটি তৈরী করা হয়েছে। তাই যদি হয়ে থাকে আত্ম রক্ষার জন্যই এমন পদ্ধতি তবে এমন গুহায় আত্মা কতক্ষন টিকবে। আবার থাকবে কোথায় আর খাইবেইবা-কি।
তাহলে ভিতরে থাকা ও রসদ সংরক্ষনের মতন ব্যবস্থা আছেকি ?
এমন সব রহস্যের বাস্তব সমাধান বা উত্তর হয়তোবা ঐ সুড়ঙ্গটির অন্তরালেই বিদ্যমান রহিয়াছে।
TO BE CONTINUE.... |
Thank for reading this post. Do not forget to like, share and comment. Your comment can be so helpful for me.
Thanks for supporting me in my work.
:)
No comments